নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,
কেশবপুর (যশোর):
কেশবপুরে ৩ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার বিকেলে রাম গাঙ্গুলী নামে এক সমাজসেবক প্রতিবন্ধীদেরকে ওই হুইল চেয়ার দেন। রাম গাঙ্গুলী পাঁজিয়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিপ্লব গাঙ্গুলীর ছেলে। তিনি পেশায় পাথর ও কয়লা ব্যবসায়ী।
জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের জামাল সর্দারের ছেলে আব্দুস সাত্তার (১৮), পাঁজিয়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে হুসাইন (৬) ও সাগরদত্তকাটি গ্রামের সুজন মন্ডলের ছেলে শুভজিৎ মন্ডল (৭) শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে তাদের পরিবারের একটা হুইল কিনে দেওয়ার সামথর্য ছিল না। বাবা-মায়ের কোলে উঠে তাদের এক জায়গা থেকে আরেক জায়গাট যেতে হতো। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন রাম গাঙ্গুলী। তাদের চলাফেরার জন্য ব্যক্তিগত অর্থায়নে তিনি একটি করে হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ারে বসে ওই ৩ প্রতিবন্ধী আনন্দে আত্মহারা হয়ে যান। তাদের পরিবারের সদস্যরাও খুশি প্রকাশ করেন।
হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিপ্লব দেবনাথ, সুমন হালদার প্রমুখ।
এ বিষয়ে সমাজসেবক রাম গাঙ্গুলী বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ওই ৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছি। সমাজের গরীব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিভিন্ন সহযোগীতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই।
Leave a Reply