[english_date]।[bangla_date]।[bangla_day]

কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের কারণে আবারো সভাপতি দীপংকর তালুকদার।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-

কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে আবারো রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি হলেন দীপংকর তালুকদার। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেলনে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন শুরুতে নিখিল কুমার মঞ্চে গিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে দীপংকরকে সমর্থন করেন।

দলটির সূত্র জানায়, সম্মেলনের প্রথম অধিবেশনের পর নিখিল কুমার ও দীপংকরকে নিয়ে আলাদা বৈঠক করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বর্ষীয়ান এ নেতা নিখিলকে প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে শেষবারের মত সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

জেলা আওয়ামীলীগের সদস্য ও কাউন্সিলর সাখাওয়াত হোসেন রুবেল বলেন, দ্বিতীয় অধিবেশন শুরুর আগে দীপংকর তালুকদারকে এবার সভাপতি পদটি ছেড়ে দিতে প্রধানমন্ত্রী স্বয়ং নিখিল কুমারকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অনুরোধে নিখিল প্রার্থীতা প্রত্যাহার করে দীপংকর তালুকদারকে সমর্থন দিয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ভোট চলছে।

১৯৯৬ সালে সর্বশেষ সভাপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি হয়ে আসছেন দীপংকর তালুকদার। এর আগে ২০১২ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হন দীপংকর তালুকদার। এর ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হল মঙ্গলবার। প্রতি তিন বছর পর পর এ নির্বাচন হবার কথা।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *