[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়ায় বাঁশের সাঁকুতে ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় ৪টি গ্রামের মানুষ চলাচল করছে।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়নের কালেশা-জাব্দা গ্রামীণ সড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ফানাই নদীতে প্রায় ১০০ হাতের উপরে এই বাঁশের সাঁকুতে কোনো ধরনের ব্রিজ না থাকায়- শত শত কৃষক, সাধারণ মানুষ, দিন মুজুরসহ স্কুল-কলেজ পড়ুয়া কোমল মতি শিক্ষার্থীদের বিশেষ করে জাব্দা প্রাইমারি স্কুলের শিশুরা ভোগান্তির শিকার হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দারিয়ে থাকতে হয় পার হওয়ার জন্য। এছাড়া সাকু পার হতে গিয়ে সাকু থেকে নদীতে পরে শিশু নারী বয়স্করাসহ অন্যরা দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় বা শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ঘটনা ঘটে থাকে।

 

বাঁশের সরু সাঁকু থেকে কবে পাবে মুক্তি সাধারণ মানুষ নিজে ও জানেনা। এভাবেই বছরের পর বছর একটি ব্রিজের স্বপ্ন দেখে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে পারাপার হওয়া দুই পারের হাজার হাজার মানুষ। আর নদী পারাপারের জন্য মাত্র সম্বল তাদের বাঁশের সাকু, কবে হবে ব্রিজ? মুক্তি পাবে সাকু পারাপারের দুর্ভোগ ও ভোগান্তি থেকে? এমনি বলে এলাকাবাসি!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *