[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া থেকে।

 

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা প্রভাষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে অধ্যক্ষের কাছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদান করেছে।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রভাষক মাজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ইসলামবিরোধী কথা ও ছাত্র-ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেন। এমনকি শিক্ষার্থীদের ইসলামবিরোধী কাজে লিপ্ত হওয়ার আহবান করেন।

 

শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে তাদের অভিযোগের সঠিক সুরাহা করার দাবি জানান।

 

অধ্যক্ষ (ভার.) আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষার্থীরা তার কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। তিনি তাদেরকে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান।

 

এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার কলেজের সম্মুখে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (৪ অক্টোবর) কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ইতিহাস বিভাগে পাঠদানের সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শ্রেণিকক্ষে কথা বলেন কলেজের শিক্ষক মাজহারুল ইসলাম। তিনি বোরখা পরে কলেজে আসতে বাধা দেওয়াসহ টাকনুর নিছে প্যান্ট পরতে নির্দেশনা দেন।এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে স্পর্শকাতর মন্তব্য করেন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ ক্ষোভ বিরাজ করছে।

 

অভিযুক্ত শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, “আমি কলেজের ড্রেস কোড অনুযায়ী শিক্ষার্থীদের বোরখা পরতে নির্দেশনা দেই । কলেজের ড্রেসের সাথে মিল রেখে বোরখা পরার রেজুলেশন রয়েছে । আমি সেই নির্দেশনা শিক্ষার্থীদের দিয়েছি “।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *