[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়ায় উন্দাল -এ একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মোস্তানের জন্মবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়ায় একুশে পদকপ্রাপ্ত, আধুনিক সাংবাদিকতার প্রতিকৃত প্রয়াত নাজিম উদ্দিন মোস্তানের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উত্তর মাগুরা এলাকায় ছিন্নমূল ক্ষুধার্ত মানুষের একবেলা খাবার ঘর ‘উন্দাল’- এ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয় জন্মদিন।

 

জন্মবার্ষিকীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সৈয়দ মুজতবা আলী পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু, সংস্কৃতিজন বিজয় চন্দ্র মল্লিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ সাঈদুর রহমান চৌধুরী, সমাজসেবক আহমেদ ইসহাক প্রিন্স, মইনুল ইসলাম চৌধুরী সামাদ, সংবাদকর্মী আশিকুল ইসলাম বাবু, শূন্য সুমন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ রেদওয়ান আহমেদ।

 

পরে অমর্ত্য ফাউন্ডেশনের উন্দালে ছিন্নমুলদের সাথে কেক কাটা ও খাবার পরিবেশন করা হয়। সার্বিক সহযোগিতা করেন নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকবৃদ।

 

উল্লেখ্য, নাজিম উদ্দীন মোস্তান চট্টগ্রামের দৈনিক সমাচার পত্রিকায় কাজ করার মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন। তারপর ঢাকায় এসে বাংলাবাজারে একটি প্রকাশনা সংস্থায় কাজ করেন। এরপর দৈনিক পয়গাম পত্রিকায় সহ-সম্পাদক এবং ১৯৭১ সালে দৈনিক সংবাদ ও ১৯৭৫ সালে দৈনিক ইত্তেফাকে সহ-সম্পাদক পদে কাজ শুরু করেন। নাজিম উদ্দিন মোস্তান দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতাসহ তিনি প্রধান প্রতিবেদক ছিলেন। সব শেষে তিনি রাষ্ট্র নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ছিলেন।

 

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। একই বছর বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বিসিএস কম্পিউটার সিটি তাকে আজীবন সম্মাননা প্রদান করে। চাঁদপুরের এই কৃতীসন্তান ২০১৩ সালের ১৮ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *