নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরের গোহাইলে “৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট”র দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে।
গোহাইল ইউনিয়নের খাদাশ পশ্চিম পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে ভাটগ্রাম একাদ্বশ ফুটবল টিম বনাম কাহালু একাদ্বশ ফুটবল টিম।
অত্র ইউনিয়নের জামাদার পুকুর তেলের পাম্পের সামনে ফসল শূণ্য মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অংশগ্রহণ করবেন বিদেশি খেলোয়াড় সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত জনপ্রিয় খেলোয়াড়রা।
এর আগে গত শুক্রবার (১০ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি হিসেবে অত্র ইউনিয়ন পরিষদের একটানা ৬ বারের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।
এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সাওন, সহ-সাধারণ সম্পাদক তাজনুর ইসলাম, আরনি, সহিদুল ইসলাম, আব্দুল হাকিম, সজিব ইসলাম, বিপ্লব সহ আরও অনেকেই।
Leave a Reply