[english_date]।[bangla_date]।[bangla_day]

কালীগঞ্জে মঠবাড়ি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচান সম্পন্ন হয়েছে, রঞ্জন-টারজেন-মানিককের জয়।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মুক্তাদির হোসেন
গাজীপুর জেলা প্রতিনিধি।

বিপুল আনন্দ আর উৎসবের মাধ্যমে নাগরী ইউনিয়নে উলুখোলাস্হ মঠবাড়ি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র নির্বাচন সম্পন্ন হয়েছে।

চেয়ারম্যান হিসেবে চেয়ার প্রতিক নিয়ে রঞ্জন রাবার্ট পেরেরা ৭০৩ ভোট, ভাইস চেয়ারম্যান হিসেবে লিটন রিচার্ড ক্রুশ ৬৭৪ ভোট, সেক্রেটারী হিসেবে উড়োজাহাজ মার্কা প্রতিকে টারজেন রোজারিও ৬৬৫ ও ট্রেজারার পদে দোয়াত কলম মার্কায় মানিক পিউরিফিকেশন ৬৪৭ ভোট পেয়ে র্নিবাচিত হয়েছেন।
দুর দুরন্ত থেকে ভোটারদের নিজ নিজ উদ্যোগে উলুখোলা মঠবাড়ীস্থ ক্রেডিট ইউনিয়নে এসে ভোট প্রদান করতে দেখাগেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে০৮ টা থেকে শুরু করে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এবারে নির্বাচনে ২২ সদস্যে তিনটি প্যানেলের মাঝে প্রতিদন্দিতায় হয়। ২,৪৫৩/ জন সদস্যর মাঝে ২০৯৩/ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ঋণ খেলাপি হিসেবে ৩৬০/ জন ভোটাধিকার বঞ্চিত হয়।
১শ ২০ কোটি টাকার মুলধন নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মঠবাড়ি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।০৩ বছর মেয়াদী কমিটির ভিবিন্ন পদে প্রতিদন্দিতা করেছেন অফিস বেয়ারার পদে ০৪ জন, বোড অফ ডিরেক্টর পদে ০৮ জন, ক্রেডিট কমিটির পদে ০৫ জন ও পর্যবেক্ষন পদে ৫ জনসহ ২২ জন সদস্য বিশিষ্ঠ নির্বাচিত হয়ে আসছেন।
কমিটির মেয়াদ একবছর আগেই সমাপ্ত হলেও করোনার কারনে ৫ সদস্যের এড হক কমিটির হাতে দায়িত্ব ছিল এরা হলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় মাহফুজুর রহমান, খ্রীস্টফার দেশাই,সুরেন রিচার্ড গমেজ ও জনি রোজারিও।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *