[english_date]।[bangla_date]।[bangla_day]

কালকিনি উপজেলার আট ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করলেন মনোনয়ন প্রত্যাশীরা।

নিজস্ব প্রতিবেদকঃ

মাহমুদুল হাসান রনি ,মাদারীপুর জেলা প্রতিনিধি

 

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় মনোনয়নপত্র বিতরন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমূখর পরিবেশের মধ্যেদিয়ে স্থানীয় দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরন ও জমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কালকিনি উপজেলার আট ইউনিয়নের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

 

রমজানপুর ইউনিয়নে মোঃ আলিনুর তালুকদার, মোঃ ইউনুস আলী বেপারী, মোঃ জহির হোসেন ও মোঃ রেজাউল করিম।

 

সাহেব রামপুর ইউনিয়নে কামরুল ইসলাম সেলিম, সরদার মাহবুবুর রহিম মুরাদ ও আবুল কালাম আজাদ।

 

সিডি খাঁন ইউনিয়নে মোঃ চাঁন মিয়া সিকদার, মোঃ মিলন মিয়া ও সামসির আজাদ বাবুল।

 

বাঁশগাড়ী ইউনিয়নে আজাদ রেহমান, মোঃ বাবুল আকন, মোঃ নজরুল ইসলাম মনির খান, আবু নাসের ফারুক, আব্দুল্লাহ আল মামুন ।

 

লক্ষ্মীপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন গেন্দু কাজী, মৌসুমী হক সুলতানা, ফজলুল হক বেপারী, মজিবর রহমান মোল্লা, এস এম আব্দুল ওয়াদুল মিয়া, আবু আলম কাজী, জুলফিকার আলী সরদার, আব্দুল ওয়াদুত সরদার ও আফজাল হোসেন মোল্লা।

 

আলীনগর ইউনিয়নে মনির হোসেন ও শাহীদ পারভেজ।

 

কয়ারিয়া ইউনিয়নে তোফায়েল আহমেদ টিটন, তাজুল ইসলাম, জাকির হোসেন জমাদার, মাসুদ রানা, আবু সুফিয়ান, কামরুল হাসান নূর মোহাম্মদ, কামরুল ইসলাম মন্টু, ফারুকুল ইসলাম খোকন ও একেএম সালেক।

 

শিকার মঙ্গল ইউনিয়নে মহসিন উদ্দিন শাহিন, সিরাজুল আলম মৃধা, তাসলিমা বেগম ও ইউনুস আহমেদ।

 

এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেন।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *