[english_date]।[bangla_date]।[bangla_day]

কাজিপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করলেন এমপি -জয়।

নিজস্ব প্রতিবেদকঃ

রোকনুজ্জামান, কাজিপুর প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নসহ নাটুয়ারপাড়া বাঁধ পরিদর্শন ও বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ ই সেপ্টেম্বর শনিবার নাটুয়াপাড়া রক্ষা বাঁধ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয় বলেন, আমাদের দেশ দূর্যোগ প্রবণ তাই বিপদ আসলে আওয়ামীলীগ তা মোকাবেলার প্রস্তুতি আগে থেকেই নিয়ে থাকে। এ কারণে আমরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে যাচ্ছি। । যার ফলে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধটির উল্লেখ করে জয় বলেন, প্রয়াত বাবা মোহাম্মদ নাসিম ২০১৮ সালে নাটুয়ারপাড়া ইউনিয়ন বাসিকে যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় যমুনার পূর্বপারে নাটুয়ারপাড়ার এই বাঁধটি নির্মাণ করেছিলেন। এই বাঁধটি যেকোন মূল্যে আমরা রক্ষা করতে কাজ করে যাবো।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন প্রমূখ। পরে এমপি জয় উপজেলার মনসুর নগর, ও চরগিরিশ ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সফরকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি , সাধারণ সম্পাদক, ছাত্র লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ ও সংশ্লিষ্ট ইউনিয়ন আঃলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। উল্লেখ্য, দীর্ঘ আড়াই মাস পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তিনি নিজ নির্বাচনী এলাকায় আসেন। ফলে এলাকার নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। গতকাল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এমপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *