[english_date]।[bangla_date]।[bangla_day]

কাজিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু; চালক আটক  ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ ই অক্টোবর সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢাকুরিয়া হাটের দক্ষিণ পাশের রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বিলচতল গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র খলিলুর রহমান (৫৫)। বর্তমানে সে ঢাকুরিয়া বাস করতো। সে ঢেকুরিয়া মনসুুর আলী ইকো পার্কে ট্রাকের পাথর উঠা- নামার কাজে নিয়োজিত ছিল। একাধিক স্থানীয় বাসিন্দা জানান মেঘাই থেকে একটি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে ঢাকুরিয়া বাজারের দক্ষিণ পাশের রোড দিয়ে বাজারে ঢুকতে প্রথমে একটি ইজি বাইককে ধাক্কা দেয়, পরে একজন পথচারীর উপরদিয়ে তুলে দেয়। এসময় পথচারীটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩০-৪০ ফুট গাড়ির সাথে চলতে থাকে। তারপর গাড়ি থামিয়ে চাকার নিচ থেকে তাকে বের করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী বিলচতল গ্রামের আলমগীর হোসেন বলেন, বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে ঢাকুরিয়া বাজারে দক্ষিণ পাশে রোডে ঢুকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়ার সাথে সাথে পাশে থাকা পথচারীর উপর দিয়ে ট্রাকটি উঠলে বেশ কিছু দুর চাকার সাথে পিষ্ট হয়ে যেতে থাকে। তার পর ঘটনা স্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। এদিকে স্থানীয় জনগন ঘাতক ( এস এ ট্রেডার্স) ট্রাকসহ এর চালক আজাদকে আটক করেছে। গাড়ির নম্বর বগুড়া ড- ১১-১৯৫৭, মালিক – কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মৃত ময়েজউদ্দিনের পুত্র বাদশা মিয়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনরত এস আই আবুল হোসেন। এ বিষয়ে নিহত খলিলের পুত্র নূরনবী বাদী হয়ে কাজিপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা স্থলে পরিদর্শনকারী পুলিশ পরিদর্শক( তদন্ত) মো হুমায়ুন কবির বলেন, সকালে খলিলুর ঢেকুরিয়া হাটের দক্ষিনে রোডে পৃর্ব পাশ দিয়ে হাঁটছিলেন এ সময় বালুবাহী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্খা নেওয়া হবে। নিহতের পুত্র নুরনবি অভিযোগ৷ দায়ের ও ঘটনা সত্যতার ভিত্তিতে উক্ত গাড়িটা ( ট্রাকটি) জব্দ ও আসামি গাড়ির চালক আজাদ কে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *