নিজস্ব প্রতিবেদকঃ

রোকনুজ্জামান রাসেল, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগন্জের কাজিপুরে বাবা-মার সাথে অভিমান করে বিষপানে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থীর নাম শুভ (১৪)। সে উপজেলার চরাঞ্চলের কান্তনগর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র ও কান্তনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়সূত্রে জানা গেছে, গত বুধবার তার পছন্দ অনুযায়ী মেয়ের সঙ্গে বিয়ে করতে না দেওয়ায় তার বাবা- মার সাথে অভিমান করে বিষপান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটায় সে মারা যায়। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। স্বজনা তার লাশ দাফন করেছে।
Leave a Reply