নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ ।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক জানান, উপজেলার ৮ নং মাহমুদ পুর ইউপির হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্তদের অগ্রাধিকার ভিত্তিতে মোট ২৫৬ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রতিজনকে ২টি চাদর,২টি কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয় । পর্যায় ক্রমে অন্য ইউপিতে বিতরণ করা হবে ।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশা, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ হাসান মাসুম, মহিলা লীগের সভানেত্রী মোছাঃ হোসনে আরা বেবি, প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক,সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,সহকারি মাঠ কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন ।
Leave a Reply