[english_date]।[bangla_date]।[bangla_day]

ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ  কয়রার জাকারিয়া শিক্ষা নিকেতনের পূণরায় সভাপতি নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদকঃ

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার জাকারিয়া শিক্ষা নিকেতনের (মাধ্যমিক বিদ্যালয়) ম্যানেজিং কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (৩য় বার) সভাপতি নির্বাচিত হয়েছেন মহারাজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পদক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ।

গত সোমবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তাকে সভাপতি হিসেবে চুড়ান্তভাবে মনোনীত করা হয়। এর আগে চলতি বছরের ১৩ নভেম্বর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আব্দুল্লাহ আল-মাহমুদের নাম প্রস্তাব করলে ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা তাকে সমর্থন জানান। ফলে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, জাকারিয়া শিক্ষা নিকেতনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত স্কুল প্রতিষ্ঠা করাসহ স্কুলের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা রাখতে চাই। তিনি আরো জানান, আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সহযোগীতায় আমার চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের সহায়তা কামনা করছি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *