[english_date]।[bangla_date]।[bangla_day]

আসন্ন ইউপি নির্বাচনে কাজিপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৪ টি।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

আগামী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন উপজেলা প্রশাসন। সোমবার(৩ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চরাঞ্চলের ২৪টি ও সমতল অঞ্চলের ২০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এগুলোর মধ্যে সোনামুখীর ৩টি, চালিতাডাঙ্গার ৫টি, গান্ধাইলের ৪টি, শুভগাছার ২টি, কাজিপুরের ৪টি, মাইজবাড়ির ৫টি, খাসরাজবাড়ির ৩টি, চরগিরিশের ৩টি, নাটুয়ারপাড়ার ৪টি, তেকানীর ৩টি, নিশ্চিন্তপুরের ২টি ও মনসুরনগর ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র রয়েছে। কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার জানান, সাধারণ কেন্দ্রসহ চিহ্নিত ঝুঁকি পূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হচ্ছে ।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরের ১২টি ইউনিয়নে মোট ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৮৫৯ জন ও মহিলা ১ লাখ ৬ হাজার ৮৮৩ জন। ১২৬টি কেন্দ্রে বুথ সংখ্যা ৬৫০টি।ইতোমধ্যে নির্বাচনী দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *