[english_date]।[bangla_date]।[bangla_day]

আবার শুরু ‘বাঙগাল’ এর ‘বিষ্যুদবারের আড্ডা’।

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাম রবীন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:

 

‘বাঙালি হওয়ার জেদি আমাদেরকে জাতি করেছে’ এই চেতনার ধারক সিরাজগঞ্জের প্রগতিশীল সাহিত্য সংগঠন ‘বাঙগাল’ একটি সংস্কৃতির প্ল্যাটফর্ম -এর ব্যানারে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হলো ‘বাঙগাল’ এর সাপ্তাহিক আয়োজন সাহিত্যবিষয়ক আড্ডা। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন সমাজ পরিবর্তন সম্ভব নয়। বাঙগালের সদস্য ছাড়াও সিরাজগঞ্জ এর সাহিত্যপ্রেমীদের প্রাণের আড্ডা এই ‘বিষ্যুদবারের আড্ডা’। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাঙগাল এর সভাপতি- মোঃ আলমগীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক- কে,এম, মোশাররফ হোসেন শাওন এর প্রচেষ্টায় এবং নেতৃত্বে এই আড্ডা আবার গত কয়েক সপ্তাহ হলো শুরু হয়। তরুণ লেখক, কবি ও সাহিত্যমনা সকলে উপস্থিত ছিলেন এই প্রাণের আড্ডায়। স্বরচিত কবিতা পাঠ করেন অনেক উদীয়মান লেখক । কবিতা আবৃত্তি করেছেন অনেকে । প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল ৫:০০ টায় সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হয় ‘বিষ্যুদবারের আড্ডা’। বাঙগাল সদস্যদের থেকে আড্ডায় মেতে উঠেছিলেন সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেব। সাহিত্যপ্রেমী সকলকে আড্ডায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানান আড্ডার আয়োজকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *