[english_date]।[bangla_date]।[bangla_day]

আনোয়ারায় স্কাভেটর -মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

শেখ আবদুল্লাহ

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্কাভেটর -মোটর সাইকেল সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলের আরোহী আহত হলেন রায়পুর ইউনিয়নের মৃত মো. ইউনুসের পুত্র এসএম আক্কাস উদ্দিন (২৫) ও মো. শামসুল ইসলামের পুত্র মো. শওকত (২৩)।

 

রবিবার (১৪ নভেম্বর) সকালে সিইউএফএল সড়কের বন্দর সেন্টার এলাকায় মাটি কাটার স্কাভেটরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোরিয়ান ইপিজেডের কেইএসআই গার্মেন্টসে যাচ্ছিলেন। যাওয়ার সময় মাটি কাটার স্কাভেটরটি হঠাৎ সড়কের মাঝে চলে আসলে তাদের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের দুইজনের হাত ও পায়ের হাড় ভেঙে যায়। আহতরা কুরিয়ান ইপিজেড গার্মেন্টস কারখানার কর্মী।

 

ইয়ংওয়ান মেডিকেলের ডাঃ শহিদুল্লাহ বলেন, উদ্ধার করে ইয়ংওয়ান মেডিকেলের ভর্তি করে।তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *