[english_date]।[bangla_date]।[bangla_day]

আত্রাইয়ে বই বিতরণের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে সবারজন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে সরকারের বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।

পহেলা জানুয়ারী শনিবার সকালে উপজেলার ৩৬ মাধ্যমিক ১৫ মাদ্রাসা ১৩০ সরকারী প্রাথমিক ৩০ কেজি এবং ২ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই তিবরণের উদ্বোধন করলেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

করোনা মহামারির কারনে সরকার তিন দিনে বই বিতরণের সিদ্ধান্ত নেয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ওসি আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল, আবুহেনা মোস্তফা কামাল, আজিমুদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও ইকতেখারুল ইসলাম প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের গৃহিত মহতী এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে সারা দেশে বিদ্যালয়ের অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সকল বই তুলে দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *