[english_date]।[bangla_date]।[bangla_day]

আজ সকালে মগরাহাট পশ্চিমের বিধায়ক পুত্রের উস্কানিতে আক্রান্ত সিরাকোলের বিশ্ব বিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ সকালে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের সিরাকোলের বিশ্ব বিদ্যালয় আক্রান্ত হয় বহিরাগত দুস্কৃতিকারাদের হাতে। এই ঘটনার পর সরাসরি অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ছাত্র তৃনমূল দলের নেতা ও সিরাকোল অঞ্চল প্রধানের বিরুদ্ধে। তিনি আবার সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লার পুত্র। এমন অভিযোগ এসেছে সিরাকোলের বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষের পক্ষ থেকে। কারণ হিসেবে জানা যায় যে, প্রতিবছরের ন্যায় এ বৎসর প্রতিমাসে সরকারি সেশন ফী, ৫০,টাকা, নেওয়া নিয়ে। এই ফি বৎসরে মোট, ৬০০,টা, নেওয়া হয়। এর প্রতিবাদ করতে এসে রিতিমত হামলা চালায় বহিরাগত দুস্কৃতিকারীরা। তাদের কে ইন্ধন যোগায় মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লার ছেলে ও সিরাকোলের প্রধান। এই ঘটনার পর সিরাকোলের কলেজ এর পক্ষ থেকে উস্হি থানাতে অভিযোগ করেন। থানা থেকে বলা হয়েছে এই ঘটনার পূণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের ছাড়া হবে না। তবে এই ঘটনার সময় সিরাকোলের বিশ্ব বিদ্যালয়ের সব সি সি টি ভি আগে থেকেই ভাঙ্গচূর করা হয়। এবং দোষীদের মুখ ছিল কাপড়ে ঢাকা। কাউকে সহজেই চিনতে পারা যায় নি। কিন্তু স্হানীয় সাধারণ মানুষের কাছে জানতে পারা গেছে যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িয়ে আছে মগরাহাট পশ্চিমের ছাত্র তৃনমূল দলের নেতা ও সিরাকোলের প্রধান জড়িত আছেন। এই ঘটনার নিয়ে রিতিমত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ডহারবারের এম পি ও তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী র কাছে অভিযোগ করেন। এখনো পর্যন্ত এই ঘটনার পর গ্রেফতার না হওয়াতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *