[english_date]।[bangla_date]।[bangla_day]

অসহায় শিক্ষার্থীদের পাশে শেরপুর গণ অধিকার পরিষদ।

নিজস্ব প্রতিবেদকঃ

এস.এম.আরফান আলী:
ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে শেরপুর জেলা ছাত্র ও পেশাজীবি অধিকার পরিষদের অর্থায়নে ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের দুজন অসহায় শিক্ষার্থীর পাশে বাংলাদেশ গণ অধিকার পরিষদ,শেরপুর জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান রংগন। তিনি জানান, আর্থিক অসচ্ছলতার জন্য এই দুজন ছাত্রীর পড়াশোনা বন্ধের অবস্থায় এমন তথ্য ঝিনাইগাতি উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আমাদের জানালে তাদের পড়াশোনা যেন বন্ধ না হয় সেজন্য প্রয়োজনীয় বই, খাতা, কলম, জ্যামিতি বক্স ও নগদ তিন হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয় এবং ভবিষ্যতে যেন আর্থিক কারণে পড়াশোনায় কোন ব্যাঘাত না ঘটে সে জন্য ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা শাখা সবসময় পাশে থাকবে ও তাদের নিয়মিত খোঁজ খবর রাখার জন্য ঝিনাইগাতি উপজেলার নেতৃবৃন্দদের নির্দশনা দেন।

তিনি আরো বলেন, ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ,শেরপুর জেলায় যখন যেখানে এমন কোন তথ্য আমাদের কাছে আসবে আমরা ছাত্র, যুব, পেশাজীবি, শ্রমিক তথা গণ অধিকার পরিষদ সর্বোচ্চ সহযোগিতা করার মাধ্যমে তাদের পাশে থাকবো।পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের কাছে অনুরোধ থাকবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সবার আশেপাশের এমন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। যেন আর্থিক অসচ্ছলতার জন্য কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। পরিশেষে তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন দাবি আদায়ে, তাদের যেকোন সমস্যায় পাশে থেকে সোচ্চার ভুমিকা রেখে সবোচ্চ সহযোগিতা করার মাধ্যমে,ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কে একটা মানবিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলবো এবং গণ অধিকার পরিষদ কে গণমানুষের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবো।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর জেলা পেশাজীবি অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম। সে তার বক্তব্যে বলেন আজকের মত ভবিষ্যতেও আমরা ছাত্রদের পাশে নিয়ে এমন কাজ অব্যহত রেখে যেকোন অসহায় মানুষের পাশে থেকে শেরপুর জেলায় গণ অধিকার পরিষদ কে সুসংগঠিত করবো। এছাড়াও জেলা ও উপজেলার ছাত্র, যুব, পেশাজীবি অধিকার পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *