নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবনের কােবাদক স্টেশনের অধিনস্থ কঞ্চিখালী খালে প্রবেশ নিষিদ্ধ অমান্য করে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেক আটক করেছে বন বিভাগ।
এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, কাঁকড়া ধরার সরঞ্জাম সহ গরান কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে, ৩ জুন ভাের ৪ টার দিকে কােবাদক স্টেশন কর্মকর্তা মােঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সাতক্ষীরা স্মার্ট টিমের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদরকে আটক করে। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নর চাঁদনীমুখা গ্রামের খবির হােসেন (৫৫) আজারুল গাজী (২৪) আমিনুর রহমান (২৮) ও রফিকুল ইসলাম (২৯)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) এম,এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরক কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পাখি শিকার করার অভিযাগে ২ জেলে আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কালাবগী স্টেশনের বড় সাহেবখালীর খাল এলাকায় বাদামীপাখি মাছরাঙ্গা পাখি শিকার করার অভিযাগে ২জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে রান্না করা বগের মাংস উদ্ধার করা হয়। জানা গেছে গত বুধবার সন্ধা ৭ টার দিকে কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে এ পাখি সহ আটক করা হয়। আটকৃত জেলেরা হলেন কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের আফজাল পাড় ও ফেরদৌস শেখ।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। আটক জেলেদরকে কাের্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৩/০৬/২২ ইং।
Leave a Reply