এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।
সিরাজগঞ্জ জেলা কারাগারের দণ্ডপ্রাপ্ত এক আসামীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কারাগারের দায়িত্ব প্রাপ্ত জেলার আব্দুল বারেক জানান, দণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল মোমিন সদর উপজেলার পার পাঁচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে ২০২০ সালের একটি ধর্ষন মামলার দণ্ডপ্রাপ্ত হয়ে এতদিন কারাগারে ছিলেন। রবিবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হলে এবং ময়না তদন্ত শেষ করে মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply