মোঃ টিটুল হোসেন
আমি সাহসী বাংলার ছেলে,
রাত দিন কঠিন পরিশ্রমে
আমি রক্ষা করবো বাংলাদেশকে।
কাউকে করি না ভয়,
বাংলাকে করি জয়
আমি সাহসী বাংলার ছেলে।
বীরশেষ্ঠ বীর বাঙ্গালী
সাহসী মায়ের জন্য,
আমি বাংলাকে করি ধন্য।
মায়ের চোখে জয়ের বাণী
কারা নেবে কেড়ে?
আমিতো সেই সাহসী মায়ের ছেলে।
কখনো আকাশ কখনো ভূমিতে
কখনো বা নদী পথে,
সব খানেতে থাকবো আমি
জীবন মরন পথে।
আমি সাহসী বাংলার ছেলে।
কখনো কাউকে করিনা ভয়,
আমার বাংলার শত্রু
আমাকে করো ভয়,
আমি বাংলাকে করি জয়
আমি সাহসী মায়ের ছেলে।
Leave a Reply