রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ককটেলবোমা সহ ২জন আটক হয়েছে।
শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি পুলিশ দল উপজেলার নওয়াঁবেকী বাজারের পাশ থেকে দুইজনকে আটক করেন। এ সময় তাদের তল্লাশী করে দুটি তাজা ককটেলবোমা উদ্ধার করে পুলিশ দল।
আটককৃত দুই জন হলো কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল বারী শেখের পুত্র মাহাবুবুর রহমান মিলন (৩৩) এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ শেখের পুত্র জাহিদ শেখ (২৮)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এ বিষয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২টি ককটেলবোমাসহ দুইজনকে আটক করতে সম হয়। আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত দুটি ককটেলবোমা।
Leave a Reply