রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কলবাড়ী আশ্রয়ণ প্রকল্পে পানি বন্দি এক শত পরিবারের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গত তিন দিনের টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়ে এ অবস্থায় শুক্রবার সকালে বুড়িগোয়ালিনী ইউপির কলবাড়ী আশ্রয়ণ প্রকল্প ও মুন্সিগঞ্জ জেলে পাড়ায় বাঘ বিধবা পরিবারের মধ্যে শুকনা খাবার ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য এস. এম. আব্দুর রউফ,শ্যামনগর জলবায়ু পরিষদের পক্ষে পিযুজ বাউলিয়া পিন্টু প্রমুখ।
বিতরণকৃত শুকনা খাবারের মধ্যে ছিল চিড়া, মুড়ি,চিনি, বিস্কুট প্রভূতি।
ছবি- শ্যামনগরে আশ্রয়ণ প্রকল্পে পানি বন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করছেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী।
রনজিৎ বর্মন
তাং-৩০.৭.২১
Leave a Reply