মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোর রাতে শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আনদুরপোতা মাঠ থেকে ৭৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান.গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে আনদুরপোতা মাঠে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন,সিপাহী ইমরান হোসেন সহ ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
Leave a Reply