মোঃ মাসুদ রানা রাশেদঃ
শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের আয়োজনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কিছু নেতার অসাংবিধানিক কার্যকলাপ ও সদর উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু। এ সময় মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হাবিব, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম হীরা, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম দুলুসহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু বলেন, শোকের মাসে ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি করার পায়তারা করছেন জেলার নেতৃবৃন্দ। তা আমরা মেনে নিতে পারবনা।
Leave a Reply