মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৯ বস্তায় ৪শ ৯৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ জুন) ভোর রাতে ১৯ নং তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, ওইদিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা বিওপির নায়েক আ. আওয়াল এর নেতৃত্বে বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালান। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৯৮ হাজার ৪শ টাকা মূল্যের এই ভারতীয় চা পাতা জব্দ করা হয়। বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
Leave a Reply