মাধবপুর প্রতিনিধি:সৃষ্টিকর্তার পরই মায়ের স্থান।আর মাকে আমরা কি ভাবে রাখি ।সমাজের অবক্ষয়ের রুপ বৃদ্ধা মায়ের নির্যাতন।এমনি ঘটনা মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের এক ৯০বছর বয়সী বৃদ্ধা শারিরীক নির্যাতনে ছেলের বিরুদ্ধে বিচার চেয়ে রবিবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। ভুক্তভাগী ৯০ বছর বয়সী হেলেম চান বিবি ফরিয়াদ করে বলেন, তার এক প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষা করার সাহায্য দিয়ে কোন রকম তার ছেলেকে নিয়ে উপজেলার আহম্মদপুর গ্রামে বসবাস করেন তিনি।
কিন্তু তার অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই তার মাকে শারীরিকভাবে নির্যাতন করে। রবিবার সকালে ফরিদ মিয়া তার মাকে মারপিট করে আহত করেন। হতভাগা মা হেলেম চান বলেন আমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেধেছে, ভাল করে চলতে পারি না। কিন্ত এই বয়সে আমার উপর করা হচ্ছে অত্যাচার। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করছি। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়শা আক্তার জানান, অত্যাচারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply