মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করার সময় সানা মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে মাধবপুর থানার এএসআই নিজাম একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে সানা মৃধাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সানা মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জব্বার মৃধার ছেলে। সে নিজের নাম গোপন করে দেলোয়ার হোসেন নামে ভুয়া পুলিশের আইডি কার্ড বানিয়ে প্রতারণা করতো।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, সানা মৃধা দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল।
রোববার রাতে পুলিশ পরিচয়ে নয়াপাড়া বাজারে প্রতারণা করতে গেলে সাধারণ জনগণের সন্দেহ হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।
ওই প্রতারক পুলিশের কোনো সদস্য নয়। তার কাছ থেকে পুলিশের ব্যাচ, ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply