মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শাহপুর বাজার পর্যন্ত রাস্তায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।
বুধবার (২০ নভেম্বর) সকালে রতনপুর বাজারে টমটম কল্যাণ সমিতি’র উদ্যোগে শত শত টমটম শ্রমিক মানববন্ধন করে।
প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাছিম উদ্দিন চৌধুরী, মনা মিয়া, বিল্লাল মিয়া, আব্দুর রহিম, আলী আহাম্মদ, আল আমিন, ফয়সল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টমটম নিয়ে নয়াপাড়া গেলে নোয়াপাড়া এলাকার নুরু নামে একজন ও সহযোগী রিপন টমটম চালকদের কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে গালিগালাজ করে। নুরু ও রিপনের যন্ত্রণায় টমটম চালকরা অতিষ্ঠ হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ প্রসঙ্গে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, পরিবহন শ্রমিকরা একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply