মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে থেকে ৩৮ পিস ভারতীয় মোবাইল আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে দশটার সময় ৪ জন পাসপোর্ট যাত্রী ব্যাগ তল্লাশি করে এ মোবাইল আটক করা হয়।
কাস্টমস চেকপোস্ট রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মোমিন ও রশিদ নামে ৪ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদে স্কানার মেশিনে ডিউটি জোরদার করা হয়।পরে তাদের ব্যাগ স্কানার মেশিনে দিলে তাতে মোবাইল পাওয়া যায়।আটকের অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা, এআরও রহমান, এআরও রোমান ও সিপাহী ইমরান হোসেন। আটক মোবাইল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply