মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট রোরবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও প্যানেল মেয়র মো. হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্যময় রাজনীতিক জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান এবং দেশ ও জাতীর জন্যে তার ত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচানা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহিদুল রহমান জাহিদ, আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মাইনুন্দিন আরিফ সুমন, শরীফ উল্ল্যা সরকার ফারুক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কাউছারুল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠন সম্পাদক কাউছার আহমেদ, কাউন্সিলর পিন্টু সাাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক জাকির পাটওয়ারী, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক শফিক গাজী, সদস্য বিপুল মজুমদার জয়, মেজবাহ উদ্দিন সুমন, রুবেল হোসেন, ইফতেখার হারুন, হুমায়ন হাওলাদারহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের জোড় পুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল আমিন।
সবশেষে সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল হোসেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগষ্টের কর্মসূচি ঘোষণা করেন।
Leave a Reply