সোনাই নিউজ:চট্টগ্রাম নগরীতে একটি বাসায় বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় শাহআলম ভবনের ওই বাসায় যায় পুলিশ।
মৃত দুজন হলেন- মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বাবা ও মেয়ের গলায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। রক্তমাখা ছোরা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে।
আরিফ পেশায় দিনমজুর ছিলেন বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply