এএফপি: করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগের ঘোষনা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বিল মরনো। গত সোমবার তিনি আকস্মিক ওই পদত্যাগের ঘোষনা দেন।
২০১৫ সাল থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা মরনো সংবাদ সম্মেলনে বলেন, ট্রুডোর সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন অর্থমন্ত্রী প্রয়োজন। এর অর্থ হলো, অর্থমন্ত্রী ও পার্লামেন্টের সদস্য হিসেবে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
Leave a Reply