আজ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হিমচি গ্রামে ফুটবল দিবস পালন।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর পূর্ব বিধান সভা কেন্দ্রের নবগ্রাম অঞ্চল এর পক্ষ থেকে বিরাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ফুটবল খেলা দেখতে আসেন। এই ফুটবল দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অনেক গুলো দল অংশ নেন। সারাদিন ধরে খেলা চলে। এবং খেলায় বিজয়ী হয় হিমচি গ্রাম বি টিম। যায় কর্নধার নবগ্রাম অঞ্চল এর উপ প্রধান জনাব আকতার হোসেন মন্ডল মহাশয়। তিনি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং খেলা পরিচালনা করেন। বিজয়ী দলের হাতে গ্লোডেন কাপ তুলে ধরেন নবগ্রাম অঞ্চল এর উপ প্রধান জনাব আকতার হোসেন মন্ডল ও তাকে সাহায্য করেন হিমচি গ্রাম পঞ্চায়েত এর সদস্য জনাব সাবির আলী গাজী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু গুনিজন এবং সমাজের সব শ্রেণীর মানুষ। এই অনুষ্ঠানে খেলা দেখতে আসেন বহু মহিলা।।
Leave a Reply