কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
গতমাসের, ১৭,ই, জুলাই এর পর ফের তিন সপ্তাহ কাটতে না কাটতে ফের আজ দিল্লিতে গেলেন পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়। তিনি গত দুই দিন আগে পশ্চিম বাংলার বিজেপি নেতা ও পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর সাথে মোনাজাত হয়। তার মধ্যে আজ হঠাৎ করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। আজ বৈকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্যে মূলক বৈঠক হয়। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কি কথা হয়েছে তা জানা যাচ্ছে না। আজ সন্ধ্যায় ভারতের স রাস্ট্র দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহের সাথে দেখা করবেন পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে। তবে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় এর দিল্লি সফর নিয়ে জোর আলোচনা চলছে বঙ্গ রাজ্য রাজনীতিতে।।
Leave a Reply