কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের জঙ্গল মহল এলাকার একটি আদিবাসী জনগোষ্ঠীর অনুষ্ঠানে অংশ নিতে কলকাতা থেকে যাচ্ছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন একটি আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা। এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডি এম ও পুলিশ সুপারদের সাথে কথা বলবেন। সম্প্রতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু অংশ প্রবল বৃষ্টিপাতের ফলে প্লাবিত ও বন্যা হয়েছে। উদ্ধার কাজ ও ত্রাণ নিয়ে কথা বলবেন জেলার আধিকারিকের সাথে। পরে তিনি বাকুড়া জেলায় না গিয়ে কলকাতায় ফিরে আসবেন। এই অনুষ্ঠানের সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির পক্ষ থেকে বাংলা বাচাও মশাল মিছিল বের করবে। তাদের দাবি সারা পশ্চিম বাংলায় বিরোধী দলের উপর অত্যাচার চলছে তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠান করে বেড়িয়ে যাচ্ছেন। নিজের রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে তখন তৃনমূল দল অন্য রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ করতে বহিরাগত প্রবেশ করাচ্ছেন। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আগামী দিনে বৃহৎ আকারের আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন।।
Leave a Reply