কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কেন্দ্রীয় আইন মন্ত্রিপরিষদের সুপারিশ মেনে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কলোজিয়াম এর নির্দেশে কলকাতা হাইকোর্টের পাচজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করলেন। যাদের কে এই নিয়োগ দেয়া হয় তারা হলেন বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত ও বিচারপতি শ্রী সুগত মজুমদার এবং বিচারপতি শ্রী বিভাস পাট্টানায়েক ও বিচারপতি শ্রী আনন্দ কুমার মুখোপাধ্যায় এবং শ্রী ভুটিয়া। এদের কে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে বহু কেস পড়ে আছে। সেই অনুযায়ী কমসংখ্যক হাইকোর্টের বিচারপতি নিয়ে কাজ করছেন কলকাতা হাইকোর্ট। এর আগে শ্রী কৌশিক চন্দ্র কে স্হায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। তার পর আজ ভারতের কেন্দ্রীয় আইন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কলোজিয়াম এর কাছে এই পাচজন অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত করার জন্য বলা হয়। সেই নির্দেশ কে গ্রহণ করে এদের কে নিয়োগ দেন সুপ্রিম কোর্ট। এর মধ্যে বিচারপতি শ্রী সুগত মজুমদার ও বিভাস পাট্টানায়েক কে দুই বছর জন্য নিয়োগ দেয়া হয়। এবং বিচারপতি শ্রী ভুটিয়া কে নয় মাসের জন্য এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় কে এক বৎসরের জন্য নিয়োগ দেয়া হয়। এবং বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত কে, ২২,মাসের, জন্য বিচারপতি হিসাবে নিযুক্ত করেন। উল্লেখ্য এর মধ্যে নবনিযুক্ত বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত এর আগে পশ্চিম বাংলার রাজ্যে মানবাধিকার কমিশনের রেজিস্ট্রেশন জেনারেল ছিলেন। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি ছিলেন। সেই সঙ্গে তিনি জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আদালতের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেন। এবং পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার ইনেসপেকসন, ১ও২, তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবং বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্তের লেখা উল্লেখযোগ্য মহিলাদের উপর আইন ও আদালত আইনের বই ভারত ও বাংলাদেশের কাছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঔ বই থেকে বহু কোড নিয়ে আজও বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রায় দেয়। আজকের এই কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগ এর ফলে হাইকোর্টের উপর থেকে কিছুটা চাপ কমাতে পারে বলে মনে করছেন আইনজীবী মহল।।
Leave a Reply