[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একটি টহল দল উক্ত থানাধীন দালালহাট (সাবানটারী) সাকিনস্থ জনৈক মোঃ মোহাক্কের আলী (৪৭), পিতা-মৃত আকবর আলী দুদু এর বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে নীল রংয়ের ৩টি বায়ু রোধক প্যাকেটে আলাদা আলাদা ভাবে বাদামী রংয়ের ৫৩ (তিপান্ন) পিচ, লালচে রংয়ের ১২০(একশত বিশ) পিচ এবং গোলাপী রংয়ের ৫১ (একান্ন) পিচ সর্বমোট (৫৩+১২০+৫১)=২২৪ (দুইশত চব্বিশ) পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন (২২৪দ্ধ.০১)= ২২.০৪ (বাইশ দশমিক চার) গ্রাম, মূল্য অনুমান (৩০০দ্ধ২২৪)= ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা, আলামত (২) ১টি রঃবষ বাটন মোবাইল, মডেল রঃ৫৬১৮ঘ যার মূল্য অনুমান ৫,০০/- (পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী মোঃ শফিকুল ইসলাম @ শাফি (৬০), পিতা-মৃত আছাদালী মিয়া, মাতা-মৃত হালিমা বেগম, সাং-মায়া বাজার (আদর্শগ্রাম), থানা-হারাগাছ রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করে। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণী এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *