[english_date]।[bangla_date]।[bangla_day]

মোরেলগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধুর৪৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন ও দোয়ার আয়োজন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোরেলগঞ্জ থেকে মোঃগালিব খান ।

 

মোরেলগঞ্জে বিনত্র শ্রদ্ধায় পালিত হয়েছে ১৫ই আগষ্ট।মোরেলগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মীনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মু্রালে শ্রদ্ধা জানায় বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন,উপজেলা চেহার ম্যন মোঃশাহ্ইআলম বাচ্ছু,প্রশাসন,বীর মুক্তিজোদ্ধা,রাজনীতি বীদ,সাংবাদিকগন,স্রদ্ধা জনান শিক্ষক সরকারি বেসরকারি প্রতিষ্টানের সর্বস্থানের মানুষ।

 

আজ ১৫ই আগস্ট।জাতীয় শোক দিবস।এইদিনে১৯৭৫সালে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটেছিল ইতিহাসের জঘন্যতম হত্যকান্ড।বঙ্গবন্ধু শেখ মিজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের ৩২ নম্বরে থাকাসকল আত্বীয় সজনও রেহাই পাইনি কোনলোক।বঙ্গবন্ধর ছোট শিশু শেখ রাছেল ও রেহাই পাইনি কুকুরদের হাতথেকে সেইদিন।রক্তে রন্জিত হয় বারির সিড়ির পথ।

 

আজ রবিবার ১৫ আগস্ট সকাল বেলা ঘুম থেকে উঠেই শেখ মুজিবর রহমানের কন্ঠে ভাসনএর ধনি ভেসে আসে।ভেসে আসে দেশক্ত বধোক গান।

 

সকাল থেকেই ফুল নিয়ে শহিদ মীনারে দেখাগেছে ভিবিন্ন নেতার্কমীকে।শ্রদ্ধা জানান শহিধ পরিবার দের।

 

ফুলের শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীর্বতা পলন করাহয়,পরে দেশনিয়ে কথাবলেন নেতার্কমীরা।তুলে ধরেন ১৯৭১ সালে ঘটেজাওয়া ঘটনা,তুলেধরেন সাধীনতার কথা,বঙ্গবন্ধুর অবদানের কথওবলাহয়।

 

পরে দোয়া করাহয় শহিধ পরিবার বর্গোর জন্য।দোয়ার সেসে খাবার তুলেদেয়া হয় গরিব,দুস্থ পরিবার দের মাঝে।জাতীয়ো শোক দিবসে টানানো হয় জাতীয় পতাকা এবং কালো পতাকা অর্ধ নীমিত ভাবে টানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *