নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি খুলনা
চুকনগর মোটরসাইকেল ছদ্মবেশী যাত্রী ছিনতাইকারীর ছুরির আঘাতে চালক গুরুতর জখম হয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১ঃটার দিকে সাতক্ষীরা তালা উপজেলার নেলপুর গ্রামে, মোটরসাইকেল চালক খুলনা ডুমুরিয়া চুকনগর পুটিমারি দাসপাড়ার পরিতোষ দাসের ছেলে গৌওর দাস(৩৫) ,স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে, এখন তার অবস্থা স্থিতিশীল। স্থানীয় পরিবার সূত্রে জানা যায় গতকাল (৩০শে সেপ্টেম্বর) রাত একটার দিকে মোটরসাইকেল ছদ্মবেশী ছিনতাইকারীর যাত্রী ২০০ টাকা ভাড়া করে মোটরসাইকেল চালক গৌওর দাস কে নিয়ে যায়, সাতক্ষীরা তালা উপজেলার নেলপুর ,তখন নির্জন স্থানে ফাঁকা পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে গলার নিচে আঘাত করলে চালক গুরুতর জখম হয়, তখন বাঁচার জন্য ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করে, ছিনতাইকারী পালিয়ে যাই, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটা নেওয়ার জন্য ছদ্মবেশী যাত্রী ছিনতাইকারীর এই দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply