[english_date]।[bangla_date]।[bangla_day]

প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার বি এস এফের অধিকারী।।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরু গ্রামের মানেসার থেকে , ১৪,কোটি, টাকা আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত এন এস জি সদর দপ্তরের ডিউটিরত সীমান্ত রক্ষীবাহিনীর কমান্ডার শ্রী প্রবীণ যাদব। তিনি নিজেকে আই পি এস বলে অন্যদের কাছ থেকে নির্মান কাজের বরাদ্দ দেবার জন্য টাকা নিতেন। তার এই কাজে সাহায্য করতে তার স্ত্রী শ্রী মতী মমতা যাদব ও বোন ঋতু যাদব যনি একটি বেসরকারি ব্যাঙ্ক এর ম্যানেজার হিসেবে কাজ করতে। আজ বি এস এফের অধিকারীর বাড়িতে যখন ভারতের এনফ্রোজমেন্ট ডিপার্টমেন্ট এর অফিসাররা হানা দেয় তখন তার বাড়িতে নগদ প্রায়, ১৪,কোটি, টাকা পায় এবং সাতটি দামি দামি গাড়ি পায়। তার মধ্যে কোটি টাকার বেলেরো বা বি এম ডব্লিউ গাড়ি দেখা চক্ষু চড়কগাছ হয়ে যায়। সব মিলিয়ে মোট প্রায়, ১২৫,কোটি, টাকার সম্পত্তি খুজেঁ পান। সাথে সাথে ঐ বি এস এফের অধিকারী কে চাকরি থেকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছে বি এস এফ। তবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আই পি এস অফিসার হিসেবে বলে নির্মান কাজের বরাদ্দ দেবার প্রতিশ্রুতি দিতেন তা জানার চেষ্টা করছেন ভারতের গোয়েন্দা সংস্থা।তবে তার সাথে আরো কেউ জড়িত আছেন কি না তা জানার চেষ্টা করছে ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *