নিজস্ব প্রতিবেদকঃ

গোয়াইনঘাটে দূর্বৃত্তের হাতে এক যুবক খুন
বোরহান উদ্দিন সিলেট( গোয়াইনঘাট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নে মঙ্গলবার (১১ জানুয়ারী) রাত ৮.৩০ ঘটিকার সময় মধ্য জাফলংয়ের বাংলা বাজার ডাউকি নদীর পাড়ে,দূর্বৃত্তের হাতে খুন হয় মোঃ আলমাছ মিয়া (৩৫) খুনিরা তার শরীরের এলোপাতাড়ি আঘাত করে খুন করে,স্থানীয়দের আত্মচিৎকারে খুনি পালিয়ে যায়।
তাতক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি পরিমল চন্দ্র দেব,পরিদর্শন করেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে জাফলং বিট পুলিশিং ইনচার্জ এসআই লিটন রায় জানান মঙ্গলবার রাতে জাফলং ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বাউরবাগ হাওর বাংলা বাজারের রহিম মোল্লার ছেলে মোঃ আলমাছ মিয়া (৩৫) কে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
হত্যার কারণ বা হত্যার সঙ্গে জড়িত কোন ব্যক্তিকে পাওয়া যায়নি থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকাবাসী জানিয়েছে, আলমাছ একজন ক্ষুদ্র মাছ বিক্রেতা। স্থানীয়দের ধারণা পূর্বের কোন বিরোধিতার জের ধরে ঘটনা ঘটেছে বলে মনে করেন।
এবিষয়ে গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান আলমাছ খুনের জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে আসামিকে গ্রেফতারের কাজ অব্যাহত আছে, ও হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
বার্তা প্রেরকঃ বোরহান উদ্দিন।
পদবিঃসিলেট(গোয়াইনঘাট) প্রতিনিধি
মোবাইলঃ০১৩১২২১৫৩০১
Leave a Reply