[english_date]।[bangla_date]।[bangla_day]

রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদকঃ

রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

রাজস্থলী প্রতিনিধিঃ,

রাঙামাটি জেলার রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। ১০ জানুয়ারী সোমবার দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলার, চন্দ্রঘোনা – ভায়া বাঙালহালিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টানীয় ( মিশন)হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাকিল হোসেন (২৭) মানিক মিয়া (২৮) তারা উভয়ে পর্যটক বলে জানাগেছে। চন্দ্রঘোনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের সেলমারা নাম স্থানে রাজস্থলী গামী ট্রাকের সংঙ্গে বিপরীত থেকে মোটর সাইকেল আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) পাঠানো হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ীতে হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *