[english_date]।[bangla_date]।[bangla_day]

র‍্যাবের অভিযানে অপহরণের ১৩ দিনপর ডুমুরিয়ার কণ্যাশিশু শিক্ষার্থী উদ্ধার: অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা খুলনা

খুলনায় র‍্যাবের অভিযানে অপহরণের ১৩ দিন পর অপহ্রত কণ্যা শিশু শিক্ষার্থীকে উদ্ধারসহ অপহরণকারী বাবু ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুর মা শাহানা বেগম বাদী হয়ে আজ রোববার(৯জানুয়ারী) ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার গৌরীঘোনা গ্রামের আসলাম গাজীর শিশু কণ্যা(১৩) ডুমুরিয়া থানার খরসঙ্গ গ্রামে নানা ইকতিয়ার শেখের বাড়িতে থেকে স্হানীয় কেসিএস মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়তো।
এক পর্যায়ে কণ্যা শিশুটি গত ২৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে নানার বাড়ির পার্শ্ববর্তি শোলগাতিয়া বাজারের পাশে হরি নদীর উপর ব্রীজে অবস্হান করতে থাকে।
এ সময় অপহরণকারী গৌরীঘোনা গ্রামের ২ সন্তানের জনক বাবু ওরফে রাজু(২৭) কণ্যা শিশুটিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যেয়ে যশোর শহরের একটি অজ্ঞাত স্হানে রেখে উপর্যুপরি শিশুটিকে ধর্ষণ করে। ওই ঘটনার পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর শিশুটির নানা ইকতিয়ার শেখ এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিসহ পরবর্তিতে র‍্যাব-৬ খুলনা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। র‍্যাব-৬ এর একটি চৌকশ দল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে শনিবার রাতে যশোর শহরের কোতয়ালী থানা এলাকা হতে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারি বাবু ওরফে রাজুকে আটক করে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। ভীকটিম শিশুকে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে। মামলাটি তদন্তের জন্যে একজন পুলিশ অফিসারকে দায়ীত্ব দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *