নিজস্ব প্রতিবেদকঃ

শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে দুরন্ত ছাত্র সংঘের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারী ২২) বিকেলে উপজেলার সাজাপুর দাঁড়িকামারী পাড়া ফসল শুণ্য জমিতে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু।
বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেছাসেবকলীগের সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিন।
মাঝিড়া বন্দর উন্নায়ন সোসাইটি ও নর্থবেঙ্গল অক্সিজেন প্লান এবং মের্সাস জহরুল এন্টারপ্রাইজ এর সৌজন্যে নব-নির্বাচিত মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের স্বার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান। অন্যান্যদের মাঝে আরও ছিলেন দুরন্ত ছাত্র সংঘের সভাপতি হামিদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাবু, খেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা স্বেছাসেবকলীগ নেতা ওহাবুজ্জামান নাইম, নাজমুল সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মের্সাস আব্দুল লতিফ স্টীল এন্ড ওয়ার্কশপ ফুটবল টিম ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বেলপুকুর যুব উন্নয়ন টাইগার ক্লাব কে পরাজিত করে।
উল্লেখ্য থাকে যে; এই টুর্নামেন্ট শেষে ফাইনাল খেলায় বিজয়ীদের একটি বিশাল উট অথবা নগদ ৪ লাখ কাটা ও রানার্সআপ টিমকে একটি বিশাল মহিষ পুরস্কার দেয়া হবে। এছাড়াও উদ্বোধনী ম্যাচ উপলক্ষে খেলায় হাজার হাজার ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টের আমন্ত্রনে ছিলেন অত্র সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুল ইসলাম আকাশ এবং প্রচারে সকল সদস্য বৃন্দ।
Leave a Reply