নিজস্ব প্রতিবেদকঃ

তপন দাস নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর ও উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় অনেক মাদকদ্রব্য সেবনকারী ও ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা সক্ষম হয়েছে। আর এই চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানকারী দল গোপন খবরের ভিত্তিতে পরিদর্শক জনাব আব্দুর রহিমের নেতৃত্বে সবুজপাড়ার একটি বাসা এবং বাসা সংলগ্ন মুদি দোকানে অভিযান চালিয়ে মোঃ নুরনবী, বয়সঃ২৮, পিতাঃ মহুবর রহমান, সাং- সবুজপাড়া কে ১/২ ( আধা) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
অতপর জলঢাকা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত নুরনবীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সর্বশেষ সকলের উপস্থিতিতে আলামত আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
Leave a Reply