নিজস্ব প্রতিবেদকঃ

নয়ন ঘোষ ।
জেলার শিবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো: জেলার শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া মুন্সিপাড়া এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে বাবু (৪২)।
ডিবি সুত্রে জানা যায়, পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) ১৫.১০ ঘটিকায় ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
শাহাপাড়া মুন্সিপাড়া এলাকা হতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply