নিজস্ব প্রতিবেদকঃ

কয়রায় সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
কয়রা, খুলনা প্রতিনিধি ঃ
কয়রায় মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামের মৃত আলী গাজীর পুত্র আঃ হামিদ গাজী।
শুক্রবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ আগস্ট কয়রা উপজেলার বাবুরাবাদ গ্রামের শফিকুল গাজীর স্ত্রী আনােয়ারা খাতুন সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযােগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানােয়াট। তিনি প্রকৃত ঘটনাটি আড়াল করে ভিত্তিহীন তথ্য প্রদান করে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অভিযােগ করা হয়েছে আমি আমার কন্যা ফাতিমা বেগমকে দিয়ে তার স্বমীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছি। আদৌ মামলাটি মিথ্যা নয়। মামলার বিষযটি হলাে যে, আমার কন্যা ফাতিমা বেগমকে তার দেবর শফিকুল ও তার প্রতিবেশি সাকিম গাজী প্রায় সময় উত্তক্ত্য করতাে। সে তাদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নানা সময় তাকে নির্যাতন করা হতাে। আমার কন্যার দেবর হওয়ার সুবাদে প্রতিবাদ করতে সাহস পেতনা সে। এক পর্যায়ে গত ১৭ মে গভীর রাতে শফিকুল ও তার প্রতিবেশি সাকিম গাজী জােরপুর্বক আমার কন্যাকে ধর্ষন করে। বিষয়টি আমি জানার পর আমার কন্যাকে দিয়ে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করতে বাধ্য হই। ইতিপুর্বে তাদের কথা না শুনার কারণে আমার কন্যার বসত বাড়ীতে ইট পাটকেল মেরে টিনের চাল ভেঙ্গে দেওয়ার অভিযােগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা আরো অভিযােগ করেছে পারিবারিক হাঁস-মুরগী বাড়ীতে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাটির বিষয়টি নিয়ে তার জের ধরে মামলাটি করা হয়েছে। এ ধরনের অভিযােগ শুধু কাল্পনিক ও বানােয়াট। মামলার বিষযটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এ ধরনের অপ্রচার চালাচ্ছে। মামলার আসামীদের পক্ষ থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে তারা। ইতিপুর্বে শফিকুলের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত মামলার বিষয়টি যাতে ন্যায় বিচার পেতে পারি তার জন্য প্রশাসন সহ সকলের সহযােগীতা কামনা করছি।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৯/০৮/২২ ইং।
Leave a Reply