[english_date]।[bangla_date]।[bangla_day]

হালুয়াঘাটে সংসদ সদস্য জুয়েল আরেং এর সাথে সনাতন যুব সংঘের মতবিনিময় ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রমজান হোসেন ময়মনসিংহ, হালুয়াঘাট থেকেঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন যুব সংঘের সাথে প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় নিয়ে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট ২০২১) সন্ধায় সনাতন যুব সংঘের উদ্যেগে পৌরশহরের কেন্দ্রীয় নাটমন্দিরে সনাতন যুব সংঘের সভাপতি শুভাশীষ সরকার শুভ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অশোক সরকার অপু, প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এর ব্যক্তিগত সচিব আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার (লিটন)।
এছাড়াও সনাতন যুব সংঘের সহ-সভাপতি দেবাশীষ দত্ত, তাপস সরকার, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, যুগ্ম সম্পাদক অঞ্জন সরকার, কোষাধ্যক্ষ নিরাঞ্জন সরকার, ও প্রতিষ্ঠানটির সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তাগণ বলেন,
যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে সনাতন যুব সংঘকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সনাতন
ধর্মালম্বীদের সকল অনুষ্ঠানে সেচ্ছায় আত্মনিয়োগ করার জন্য সংগঠনটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অত্র সংগঠনের উত্তোর উত্তোর সাফল্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *